বন্ধু (friendship) মানে প্রাণের কথা, মনের যত গোপন কথা বলার;
বন্ধু মানে হাতে হাত রেখে যেন পাশাপাশি চলার ।
বন্ধু মানে সারাজীবন সুখ দুঃখের সাথী ,
বন্ধু মানে হাত বাড়ালেই পাশে পাবে হাতটি।
বন্ধু মানে কফির কাপ আর ছুটির দিনের আড্ডা ,
মাছের ঝোল বা চিকেন কারি , ভাত আলুমাখা খাওয়াটা।
বন্ধু মানে অনেক আবদার , একটুকু খুনসুটি ;
বন্ধু মানে কান্না হাসির বাঁধনে জড়ানো জুটি।
বন্ধু মানে এক কথাতেই ছুটি কাটিয়ে আসা ,
সিমলা হোক বা দার্জিলিং , কুলু মানালি ,উটি , কিংবা মাপুসা।
বন্ধু মানে একটা টিফিনে ভাগাভাগি করে খাওয়া ,
যখনি যেখানে থাকিস তোরা বিরাজে সুখের হাওয়া।
বন্ধু তোদের সুখের জন্য জীবন রাখবো বাজি ;
আজকে চল আবার মিলি সকলে , এসে কাছাকাছি।